লিড-নিউজ দক্ষিণাঞ্চল অফিস :: বিদ্রোহী কবি কাজী নজরুলের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় কবির জীবন ও সৃষ্ট সাহিত্য নিয়ে একটি আলোচনা সভার আয়োজনে করে স্থানীয় তারেক মাসুদ ফাউন্ডেশন।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত ভাঙ্গা চৌকি আদালত সংলগ্ন ওরিয়েন্ট লাইব্রেরী এন্ড ক্লাবে (অনন্ত স্মৃতি হল) এসময় উপস্থিত ছিলেন তারেক মাসুদ ফাউন্ডেশনের আহবায়ক মোসায়েদ হোসেন ঢালী, উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান সুধীন সরকার, তারেক মাসুদ ফাউন্ডেশনের সদস্য সচিব সাঈদ মাসুদ, সংস্কৃতি কর্মী মিঞা বে-নজীর আহমেদ, সাংবাদিক ওবায়দুল আলম সম্রাট, সংস্কৃতিকর্মী এবং আবৃত্তিকার এপোলো নওরোজ, তারেক মাসুদের বাল্যবন্ধু আরশাদ মাতুব্বর, সমাজতাত্ত্বিক মহিলা ফোরামের সভাপতি মাহমুদা হোসেন, সাধারন সম্পাদক সম্পা মাসুদ, অধ্যাপক হেদায়েত হোসেন, গৌরাঙ্গ রায়, নারী নেত্রী ফরিদা আক্তার, রেবা দত্ত, চিত্রশিল্পি মোস্তাক খান আবৃত্তি শিল্পি তাহিরা তাশনিম মিলা, সংস্কৃতিকর্মী মোহাম্মাদ মিজান, চিত্রশিল্পি আনন্দ মজুমদার পরশ, জগলুল হক বিশ্বাস তারিন, সেঁজুতি মাসুদ, সেবন্তি মাসুদ এবং সোহানা শায়লা।
আলোচনার মধ্য বিরত সম্যে নজরুল সঙ্গীত পরিবেশন করেন আরশাদ মাতুব্বর, কবিতা আবৃত্তি করেন এপোলো নওরোজ, তাহিরা তাশনিম মিলা ও কবি নজরুলকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন কবি গৌরাঙ্গ।