সালমান মুন্সী :: ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ লুতফর রহমান বলেছেন, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অপরাধ বিষয়ক যে কোন ঘটনার তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। এলাকা ভিত্তিক শান্তি শৃঙ্খলা রক্ষায় বিট পুলিশ আপনাদের পাশে আছে। তিনি আজ বিকেলে ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাজার বণিক সমিতির উদ্দেগে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
পুখুরিয়া বাজার বণিক সমিতির সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বিল্লাল মোল্লা, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, বিট পুলিশ অফিসার এসআই জাহাঙ্গীর আলম প্রমুখ।