• মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১১:৩৫ অপরাহ্ন

হালুয়াঘাটে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত

Reporter Name / ৭৬৬ Time View
Update : মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮

সংবাদদাতা:

হালুয়াঘাট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজকে সরকারি করণ করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মঙ্গলবার সকালে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র খায়রুল আলম ভূঞা হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি কলেজের নাম ফলক উন্মোচন করেন। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল করিম (চন্নু) এর সভাপতিত্বে আনন্দ র‌্যালীটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান আনোয়ারুল হক মিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক মোরর্শেদ আনোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব, বজলুর রহমান, ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, ধারা ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বিল্পব প্রমূখ। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্ধসহ প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মচারী, ছাত্র/ছাত্রীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রয়াত সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম অধ্যক্ষ খোরশীদ আলম ভূঞাকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়। পাশাপাশি সাংসদ জূয়েল আরেং কে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ