সংবাদদাতা :
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা প্রশাসনের আয়োজনে ১ নং সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের চারটি ভেন্যুতে বিজয় ফুল প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ গ্রহন করে।
ভাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, ভাঙ্গা পৌরসভাসহ ১২টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয় ফুল তৈরি, গল্প, কবিতা,রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়সহ মোট ৯টি ইভেন্টে অংশ গ্রহন করে।
উপজেলা পর্যায়ের প্রথম স্থানকারীরা পরবর্তীতে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে বলে তিনি জানান।