• মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:৩৭ পূর্বাহ্ন

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Reporter Name / ৭৬৭ Time View
Update : শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮

সংবাদদাতা :
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে জসিম মোল্লা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত জসিম মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি গ্রামের আকু মোল্লা ছেলে।

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সাজেদুর রহমান জানান, ওই গ্রামের নাসিম মোল্লা মাছ চুরি ঠেকাতে তার ঘেরপাড়ের চারপাশে বিদ্যুতের ফাঁদ দিয়ে রাখেন।

আজ ভোরে একই গ্রামের জসিম মোল্লা মাছ ধরতে ঘের পাড় দিয়ে বিলে যাওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।

সকালে এলাকাবাসী জসিমের লাশ ঘের পাড়ে থাকতে দেখ পুলিশে খরর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশটি উদ্ধার করে গোপালগঞ্জে জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ