• বুধবার, ৩১ মে ২০২৩, ১২:১৫ পূর্বাহ্ন

বিএনপি এবার আর ভুল করবে না : মোহাম্মদ নাসিম

Reporter Name / ৭৬৪ Time View
Update : শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮

lead-news24.com desk:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে অংশ গ্রহণের আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, বিএনপি গত নির্বাচনে আসে নাই। এবার আর ভুল করবে না। আমি অনুরোধ করবো নির্বাচনে আসেন। দীর্ঘ ৪ ঘন্টার আলোচনা সংলাপের পর তাদের বডি ল্যাংগুয়েজ দেখে আমার মনে হয়েছে, এবারের নির্বাচনে তারা আসবে।

নাসিম আজ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন।

তিনি বলেন, ‘গতবার আমাদের ওয়াকওভার দিয়েছিলেন। কেউ যদি নির্বাচন না করে কী করব আমরা? কেউ নির্বাচন না করলেতো আমরা জিতেই যাবো। দয়া করে, আপনারা আমাদের ওয়াকওভার দেবেন না।’
তিনি বলেন, ‘ওয়াকওভার দেয়ার কারণে আপনারা অনেক কষ্ট পেয়েছেন, অনেক খেসারত আপনাদের দিতে হচ্ছে। আর দয়া করে, এই কাজটি করবেন না। ভুল করবেন না। মহাভুল হয়ে যাবে যদি আপনারা (বিএনপি) নির্বাচনে না আসেন।’

নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে বলে আশ্বত করে আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো বলেছেন, ইলেকশন ফেয়ার হবে, ভয়ের কোন কারণনেই। বিশ্বাস করে আসেন। নির্বাচনে কোন কারচুপি হবে না। এখনো বলছি নির্বাচনে আসেন। আর কয়েকদিন পর সিডিউল ঘোষণা করা হবে। জনগণ যদি রায় দেয় আপনারা থাকবেন। জনগণকে রায় দেয়ার সুযোগ দেন, জনগণ যাকে রায় দেবে তাদের কেউ দমিয়ে রাখতে পারবে না।
সংলাপের পরিবেশ সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা যে কয়েকজন এসেছেন, খোলা মনে বলেন, যা ইচ্ছা তাই বলবেন। একবারে খোলাখুলি হৃদয়ে বলবেন। সবাই আলোচনা করেছেন। কেউ যদি আরও বলতে চান আরও বলেন।’

তিনি বলেন, তারা (ঐক্যফ্রন্ট) সাত দফার কথা বলেছেন, তাদের নেত্রীর মুক্তির কথা বলেছেন। কিন্তু আমরা বলেছি- সংবিধানের মধ্যেই বলেন। ইলেকশনতো এসে গেছে। নির্বাচন নিয়ে তো প্রতি বছর বছর আলোচনা হবে না। প্রতি বছর তো অবিশ্বাস সৃষ্টি করা যাবে না। ইলেকশন হবে সংবিধানের মধ্যে দিয়ে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, সন্ধানী কেন্দ্রীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে এম সালেক ও মহাসচিব ডা.মো: জয়নাল আবেদিন, সন্ধানীর কেন্দ্রীয় পরিষদের সভাপতি মুশফিক উল মুকিত ও সাধারণ সম্পাদককে এম আব্দুল্লাহ আল মুঈদ প্রমুখ বক্তব্য রাখেন। বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ