lead-news24.com ফরিদপুর সংবাদদাতা:
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. মাহাবুবুর রহমান আর নেই। ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজেউন।
শনিবার দুপুর ১২ টা ৪০ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবরে চারিদিকে শোকের মাতম চলছে। তার পরিবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ।
মহাপরিচালকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) ও স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদ।
জানা গেছে ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে গত ২৪ সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে ‘ইসিএমও’সাপোর্টসহ লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
গত ১৯ সেপ্টেম্বর বিকেলে প্রচন্ড জ্বরে আক্রান্ত হন মহাপরিচালক অধ্যাপক মাহাবুবুর রহমান। সেদিন রাতেই পরিস্থিতির অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
সেখান থেকে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএসএমইউ) ভর্তি করা হয়। গত ২০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত তাঁকে অক্সিজেন দিয়ে কেবিন ব্লকের ৭ম তলার আইসিইউতে রাখা হয়েছিল।
এরপর গত ২৩ সেপ্টেম্বর অবস্থার অবনতি হলে তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।