lead-news desk:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ শেষ না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করার অনুরোধ জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এ জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বরাবর চিঠি পাঠিয়েছেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
আজ শনিবার বিকেলে ড. কামাল হোসেনের চিঠি নির্বাচন কমিশনে পৌঁছে দেন গণফোরামের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক।
তিনি সাংবাদিকদের জানান, জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের পক্ষে একটি চিঠি তিনি আজ নির্বাচন কমিশনে পৌঁছে দিয়েছেন।