lead-news24.com desk:
স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় স্বামীর ১০ বছরের কারাদণ্ড দিয়েছে অস্ট্রেলিয়ার একটি আদালত। ধারণা করা হচ্ছে এই মামলার রায় বিশ্বে নতুন একটি নজির স্থাপন করবে। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
গত মাসে স্ত্রী জেনিফার মরান্টকে প্ররোচনার মাধ্যমে আত্মহত্যার পথে ঠেলে দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হন ৬৮ বছরের গ্রাহাম মরান্ট।
জেনিফার মোরান্টের নামে ১৪ লাখ অস্ট্রেলীয় ডলারের জীবন বীমা করা ছিল। এর একমাত্র সুবিধাভোগী ছিলেন গ্রাহাম। জেনিফার দীর্ঘমেয়াদি ব্যথা,হতাশা ও মানসিক উদ্বেগজনিত রোগে ভুগছিলেন। তবে তিনি মৃত্যু পথযাত্রী ছিলেন না। ২০১৪ সালে আত্মহত্যা করেন জেনিফার। তার মৃত্যুর পর জীবন বীমার অর্থ পেয়েছিলেন স্বামী গ্রাহাম।
রায়ে বিচারপতি পিটার ডেভিস বলেছেন, ১৪ লাখ অস্ট্রেলীয় ডলার হাতানোর জন্য আপনি আপনার স্ত্রীকে আত্মহত্যার পরামর্শ দিয়েছিলেন।
বিচারপতি আরো বলেন, মনে হচ্ছে কাউকে পরামর্শ দিয়ে আত্মহত্যার পথে ঠেলে দেওয়ার কারণে দণ্ড দেওয়ার এটাই বিশ্বের প্রথম রায়।