সংবাদদাতা :
ফরিদপুরের ভাঙ্গায় মাছের আড়ত দখল নিয়ে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আজ রোববার সকালে উপজেলার বগাইল নামক স্থানের মাছের আড়ত দখল নিয়ে কমিশনার বজলু মাতুব্বর গ্রুপের সাথে প্রতিপক্ষ জাহাঙ্গীর মাতুব্বর গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়।
সংঘর্ষের ৫ নং ওয়ার্ড কমিশনার বজলুর রহমান,আছাদ মাতুব্বর, জাহাঙ্গীর মাতুব্বর, লিটু মাতুব্বর, সুজন মাতুব্বরসহ দুটি গ্রুপের কমপক্ষে ১৫ জন আহত হন। গুরুত্বর আহতদের ভাঙ্গা সদর হাসপাতালে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় থম থম অবস্থান বিরাজ করছে। পুনঃ সংঘাতের আশংকায় মাছের আড়ত এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এলাকার আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে বগাইলের মাছের আড়ত ঘর দখল নিয়ে সকাল সারে ৯টার দিকে দেশীয় অস্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় একটি পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এই বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান জানান, পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রয়েছে।পুনঃ সংঘাতের আশংকায় মাছের আড়ত এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে বলে তিনি জানান।