lead-news24.com:
জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক ইত্তেফাকের সাবেক বার্তা সম্পাদক আবদুল বাতেন আর নেই। তিনি রোববার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে ঢাকার সাভারে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বর্ষীয়ান এই সাংবাদিক দীর্ঘ দিন থেকে ফুসফসের ক্যান্সারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। তার এক মেয়ে রয়েছে। আবদুল বাতেন ইত্তেফাক ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নামাজে জানাজা শেষে তাকে সাভারের হেমায়েতপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।