আব্দুল জলিল শাহ্ :
নবাগত জেলা প্রশাসক দিনাজপুরের কাহারোল উপজেলায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা,সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সুধী জনের সাথে এক মতবিনিময় করেন।
গতকাল রোববার বিকাল ৪টার সময় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম-এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ফারুক, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী।
এর আগে সকালে দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম অত্র উপজেলার পূর্ব সুলতানপুর গ্রামের ‘যার জমি আছে ঘর নেই তার নিজ জমিতে ঘর নির্মানের আওতায় ঘর পরিদর্শন, পূর্ব সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুকুন্দপুর ইউনিয়ন পরিষদ, উপজেলা ভূমি অফিস, ঈশ্বরগ্রাম গুচ্ছ গ্রাম ও মুকুন্দপুর ইউনিয়ন ভূমি অফিস সমূহ পরিদর্শন করেন জেলা প্রশাসক।