প্রতিবেদক :
রাজধানীর মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে দগ্ধ হয়েছেন স্বামী-স্ত্রী। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আগুনে দগ্ধ এই দম্পতি হলেন-মো. সাইফুল ইসলাম (৩৩) ও শাজানা বেগম (২৫)।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, মো. সাইফুল ইসলাম ও শাজানা বেগমের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সাইফুলের ছোট ভাই মো. এখলাস জানান, গ্যাস সিলিন্ডারে কীভাবে বিস্ফোরণ ঘটেছে তা জানা যায়নি। ভোরে হঠাৎ বিস্ফোরণের পর আগুন লেগে যায়।