desk প্রতিবেদকঃ
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশের মেয়েরা। ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় অনুষ্ঠিত এই ম্যাচে লড়াই করেও মাত্র ৮ রানে হেরে যায় লাল-সবুজের দল।
বাংলাদেশ সময় আজ বুধবার সকালে অনুষ্ঠিত এই ম্যাচে পাকিস্তানের মেয়েরা প্রথমে ব্যাট করতে নেমে ১০৬ রান করে। জবাবে ৯৮ রান করেছেন সালমারা।
পাকিস্তানের পক্ষে মিসবাহ মারুফ ২২, জাভেরিয়া খান ২১, নিদা দার ১৯ রান করেন। সালমা খাতুন ও খাদিজা তুল কুবরা দুটি করে উইকেট নেন।
লক্ষ্য ছোট হলেও এই রান তাড়া করেও জিততে পারেনি বাংলাদেশ।
এক ফারজানার ২৮ রান ছাড়া কেউই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।
এর আগে ঘরের মাঠে পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হেরেছিল ৩-০ ব্যবধানে।
এদিকে নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েরা মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। গায়ানায় ম্যাচটি শুরু শনিবার সকালে।