প্রতিবেদকঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংসদ ভেঙে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন দেয়ার দাবি জানিয়েছে ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ শেষে ঐক্যফ্রন্ট নেতারা।
আজ বুধবার বেলা ১১টায় গণভবনে শুরু হওয়া সংলাপ শেষে তিনি এ কথা জানান। তাদের এই দাবি নির্বাচন পেছানো বাহানাহিসেবে উল্লেখ করেন এই আওয়ামী লীগ নেতা।
বিরোধী নেতাকর্মীদের আটকের বিষয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সত্যিকারের রাজবন্দী হলে তাদের মুক্তির ব্যাপারে ব্যবস্থা নিতে আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
নির্বাচনের সময় ম্যাজেস্ট্রিসি ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েনের দাবির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে কোনো গণতান্ত্রিক দেশে নির্বাচন হয় না। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা সদস্যরা নিয়োজিত থাকবেন।