desk:
দীপাবলিতে বলিউড নতুন সাজে সজ্জিত হয়। আর তার সাথে তারকারাও বিভিন্ন পরিকল্পনায় সাজিয়ে থাকে দিনিটি। এবার দীপাবলিতে পোশাক নিয়ে ব্যাপক সমালোনায় পড়েন হালের আলোচিত নায়িকা দিশা পাটানি।
ব্রা পরে দীপাবলির ছবি পোস্ট করার জন্য কে এই ধরনের পোশাক পরে দীপাবলি উদযাপন করে? এ জাতীয় কমেন্টে ভরে যায় তার প্রোফাইল। অনেকে কমেন্টে লিখেছেন, এ কোন ধরনের নোংরামি! অন্তত দীপাবলিতে এসব পোশাক পরবেন না। অনেকে আবার লিখেছেন, অন্তত দীপাবলিতে আপনার ব্রা-এর বিজ্ঞাপন দেবেন না।
কেলভিন ক্লেইনের ভারতের মডেল এই অভিনেত্রী দীপাবলির একটি ছবি ইনস্টাগ্রামে আপলোড করেন। সেই ছবিতে তিনি কেলভিন ক্লেইন ব্রায়ের সাথে পাতলা একটি লেহেঙ্গা পরেছিলেন। এর পরেই শুরু হয় সমালোচনার ঝড়।
অন্যদিকে তার এই ছবি ভাইরাল হওয়ায় দারুণ আনন্দিত দিশা। তবে একটি বিষয়ে তিনি খুবই সতর্ক। খারাপ কমেন্টগুলো মুহূর্তের মধ্যেই সরিয়ে ফেলছেন এই অভিনেত্রী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দিশা তার ছবিতে প্রায় ৯ হাজার খারাপ মন্তব্য সরিয়ে ফেলেছেন এবং পোস্টটি তার টাইমলাইনে রয়েই গেছে ও আরো লাইক জমা হচ্ছে তাতে।
গতবছর একটি ফটোশুটের ছবি শেয়ার করার পর এই অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দার মুখে পড়তে হয়। ‘এত প্রকাশ করবেন না’ বলা হয় তাকে। এমনকি এ বছরের শুরুতেও বিকিনিতে ছবি পোস্ট করার জন্য ট্রল হন তিনি। ‘ভারতীয় সংস্কৃতি’ নষ্ট করছেন বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।