ভাঙ্গা সংবাদদাতাঃ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় নির্বাচন অফিসের কর্ম ব্যস্ততার জন্য জাতীয় পরিচয়পত্র বিতরন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা প্রদান করায় জাতীয় পরিচয়পত্র বিতরন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে লিড-নিউজ সংবাদদাতা এই তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মনজুরুল আলম।
তিনি আরও জানান, উক্ত নির্দেশনার প্রেক্ষিতে ভাঙ্গা উপজেলার স্মাট জাতীয় পরিচয়পত্র বিতরণ সূচীর ৮/১১/২০১৮ থেকে ২৬/১১/২০১৮ তারিখের আলগী ইউনিয়ন পরিষদ এবং ভাঙ্গা পৌরসভার বিতরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হলো।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে আলগী ইউনিয়ন পরিষদ এবং ভাঙ্গা পৌরসভার নতুন বিতরণ কার্যক্রম সূচি সকলকে জানিয়ে দেওয়া হবে।