ভাঙ্গা সংবাদদাতা:
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ ও মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপির সমর্থকদের মধ্যে ফরিদপুরের ভাঙ্গায় বুধবার রাতে এক রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
ভাঙ্গা- বরিশাল মহাসড়কের উপরে সংঘর্ষ হওয়ায় প্রায় দেড় ঘন্টা সকল ধরনের যানচলাচল বন্ধ থাকে এ সময় চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ১৩ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী উচ্চ বিদ্যালয় মাঠে ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীর একটি নির্বাচনী জনসভা ও যোগদান অনুষ্ঠান চলছিল।
জনসভায় মঞ্চে উঠা নিয়ে পূর্ব সদরদী গ্রামের আঃ রব বেপারী, ফরহাদ শিকদার এদের সাথে তাদের অন্য একজন সমর্থক ফরহাদ মাতুব্বরের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
সভা শেষে ফরহাদ মাতুব্বর বিষয়টি স্থানীয় আ’লীগ নেতাকর্মীদের জানায়। ফরহাদ মাতুব্বর তার লোকজন নিয়ে পূর্ব সদরদী নদীরপাড় বাজারে ফরহাদ শিকদারের কাছে মঞ্চের বিষয়টি কারণ জানতে চাওয়ায় এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও মিনি সংঘাতের সৃষ্টি হলে এমপি নিক্সন চৌধুরীর ৬/৭ জন সমর্থক আহত হয়।
আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর রোগী দেখতে হাসপাতাল এলাকায় নিক্সন সমর্থকরা ভীর করলে এই খবর পেয়ে হাসপাতাল চত্বরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের সাথে নিক্সন চৌধুরী সমর্থক শহিদ বেপারীর সাথে কথা কাটাকাটি হয়। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন হাসপাতাল এলাকায় ছুটে আসে।
চরম উত্তেজিত মুহূর্তে বিভিন্ন গ্রাম থেকে দলীয় শত শত সমর্থক মহা সড়কে অবস্থান নেয় এবং দেশীয় অস্ত্রসহ ধাওয়া-পাল্টা ধাওয়া,ইট পাটকেল নিক্ষেপের একটি পর্যায়ে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে।
পরে খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে বেশ কয়েক রাউনড শর্টগানের গুলি ছুড়ে। অতপর প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান সাংবাদিকদের জানান, সংঘর্ষ থামাতে ১৩ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় পুলিশ। ব্বিদ্মান দুটি পক্ষের নেতাদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে। পুলিশ টহল রয়েছে তবে কোন পক্ষের মামলা হয়নি বলে জানান তিনি।