• সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:৩৫ পূর্বাহ্ন

রায়ট গিয়ার ছাড়া ডিউটি নয় : ডিএমপি কমিশনার

Reporter Name / ৯৯২ Time View
Update : বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮

প্রতিবেদক:

নিরাপত্তার স্বার্থে রায়ট গিয়ার (হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট, লেগগার্ড) ছাড়া কোনো পুলিশ সদস্যের কোনো অবস্থায় ডিউটিতে যাওয়া যাবে না বলে নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, নিজ নিরাপত্তার স্বার্থেই রায়ট গিয়ার পরতে হবে। সেই সঙ্গে ডিউটি চলাকালে মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশনা ও দিয়েছেন ডিএমপি কমিশনার।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ডিএমপি সদর দফতরে দায়িত্বপালনকালে ‘আহত পুলিশ সদস্যদের মাঝে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এ নির্দেশনা দেন ডিএমপি কমিশনার।

এ সময় ডিএমপির ট্রাফিক কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ১১তম সভায় ৬১ জন আহত পুলিশ সদস্যকে ২০ লাখ ৭০ হাজার টাকা এবং প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে নিহত দু’জনকে ৫ লাখ টাকা করে ও গুরুতর আহত দু’জনকে ১ লাখ টাকা করে থোক অনুদান দেয়া হয়। ৬৫ জন পুলিশ সদস্যকে ৩২ লাখ ৭০ হাজার টাকা অনুদান দেন ডিএমপি কমিশনার।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, আমরা ডিএমপি কল্যাণকে এক অনন্য উচ্চতায় নিয়ে এসেছি। আগের তুলনায় আর্থিক অনুদানের পরিমাণ অনেক বেড়েছে। কর্তব্যরত অবস্থায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ভার আমাদের। কর্তব্যকালে কেউ আহত হলে তার উন্নত চিকিৎসার জন্য ভালো হাসপাতালে চিকিৎসা আমরা করিয়ে থাকি। স্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসা এসব বিষয়ে আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি।

ডিএমপির সদস্যের মেধাবী সন্তানদের শিক্ষাকে এগিয়ে নিতে আমরা প্রতিবছর শিক্ষাবৃত্তি দিচ্ছি। আমাদের অনেক সাফল্য রয়েছে। এ সাফল্য কারও একার পক্ষে আসেনি। সবার প্রচেষ্টায় টিম ডিএমপি ভালো অবস্থানে রয়েছে।

উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, দেশের মানুষকে ভালবাসবে, দেশের মানুষের জন্য কাজ করবে। মনে রাখবে তোমার জন্য কেউ যেন হয়রানি না হয়।

এ সময় ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ