• বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩, ১০:১৬ অপরাহ্ন

সম্ভাব্য প্রার্থীদের পোস্টার-ব্যানার সরানোর নির্দেশ

Reporter Name / ১০৫০ Time View
Update : শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮

প্রতিবেদক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য সব প্রার্থীর পোস্টার, ব্যানারসহ সব ধরনের প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ১৪ নভেম্বর রাত ১২টার আগে এসব সরানোর জন্য সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা দিয়েছে ইসি।

শুক্রবার ইসির জনসংযোগ শাখার পরিচালক এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সম্ভাব্য কোনো প্রার্থীর পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনি ক্যাম্প আগামী ১৪ নভেম্বর রাত ১২টার আগেই সরাতে হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ খরচে এসব অপসারণ করতে হবে। এ লক্ষ্যে সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ