নগরকান্দা সংবাদদাতা:
ফরিদপুরের নগরকান্দা উপজেলা যুবদলের সভাপতি আলিমুজ্জামান সেলুকে গ্রেপ্তার করেছে নগরকান্দা থানা পুলিশ। আলিমুজ্জামান সেলু নগরকান্দা পৌর এলাকার মধ্যজগদিয়া গ্রামের মৃত ওমেদ আলী মিয়ার ছেলে।
শুক্রবার রাতে নগরকান্দা থানা পুলিশের একটি টিম নগরকান্দা পৌরসভার মধ্যে জগদিয়া গ্রামের নিজ বাড়ীর নিকট থেকেসেলুকে গ্রেপ্তার করে।
এদিকে যুবদলের সভাপতি গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিএনপি ও অংগ সংগঠনের নেতা কর্মীদের মধ্যে গ্রেপ্তার আতংক ছড়িয়ে পড়ে। সেলুর অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।