lead-news desk:
অনেক দিন ধরেই ঠিক এমনই গুঞ্জন চলছিল! আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট খেলার জগতের দুই তারকা মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান।
অবশেষে তফসিল ঘোষণার পর থেকেই মাশরাফি-সাকিবের নির্বাচনের অংশ নেয়ার বিষয়টি আরো জোড়ালো হয়।
এরই মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, তারা (সাকিব-মাশরাফি) মনোনয়নপত্র সংগ্রহের জন্য আগামীকাল সকাল সাড়ে ১০টায় ধানমন্ডি কার্যালয়ে আসবেন।
আজ শনিবার দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে সাকিব আল হাসান নিশ্চিত করেছেন, তিনি আগামীকাল মনোনয়নপত্র কিনবেন। তবে মাশরাফির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।
গত বৃহস্পতিবার একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।