• বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩, ০১:৩৯ অপরাহ্ন

ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে বিএনপিসহ ৮ দল

Reporter Name / ১১৪৯ Time View
Update : রবিবার, ১১ নভেম্বর, ২০১৮

lead-news প্রতিবেদক :

বিএনপিসহ আটটি নিবন্ধিত রাজনৈতিক দল ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) দেওয়া এক চিঠির মাধ্যমে এ কথা জানায় বিএনপির একটি প্রতিনিধিদল।

প্রতিনিধিদলে ছিলেন- বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার প্রমুখ।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিম্নলিখিত নিবন্ধিত রাজনৈতিক দলগুলো যৌথভাবে ‘ধানের শীষ’প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

দলগুলো হলো- বিএনপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

চূড়ান্ত মনোনয়ন সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট নির্বাচনী আসনে যৌথভাবে মনোনীত প্রার্থীকে প্রতীক বরাদ্দের জন্য লিখিতভাবে অবহিত করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

কৃষিক শ্রমিক জনতা লীগ জাতীয় এক্যফ্রন্টের শরিক দল হিসেবে নির্বাচনে অংশ নেবে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে। তারা দলীয় প্রতীক ‘গামছা’অথবা জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রতীক ব্যবহার করবে।

নির্বাচন কমিশনে দেওয়া কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার স্বাক্ষরিত চিঠিতে এসব কথা বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ