সংবাদদাতা :
সাভারের আশুলিয়ায় পুলিশের সাথে গোলাগুলিতে শামীম নামের এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। ঢাকার ধামরাইসহ একাধিক থানায় তার বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে।
সোমবার ভোররাতে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একাধিক মামলার আসামি শামীম দীর্ঘ দিন ধরেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক অবস্থায় ছিলেন। রোববার বিকেলে ধামরাইয়ের কালামপুর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
রাতে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় তাকে নিয়ে অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময়ের পর শামীমের সহযোগীরা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শামীমকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপদ চন্দ্র সাহা জানান, নিহত শামীমের বাড়ি যশোর জেলায়। তিনি ডাকাতি ছাড়াও ভূয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন।