lead-news প্রতিবেদক :
তফসিল ঘোষণা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের আলোচনা শুরু হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নির্বাচন ভবনে এ আলোচনা শুরু হয়।
এ আলোচনায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন ড. কামাল হোসেন।
এ ছাড়া উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেন, এস এম আকরামসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।
অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে. এম. নুরুল হুদা এবং তিন নির্বাচন কমিশনারসহ ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ইসিতে আলোচনার শুরুতেই এ বিষয়টি তোলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। অন্যায়ভাবে বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে পুলিশ নির্বাচনের পরিবেশ নষ্ট করছে বলে তিনি অভিযোগ তুলেন।
আলোচনায় বসতে চেয়ে সিইসি বরাবর গতকালই চিঠি পাঠিয়েছিলেন বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনায় ১৪ সদস্যের প্রতিনিধিদলের নামও জানিয়েছিলেন বিএনপির মহাসচিব।
চিঠিতে উল্লেখিত নেতারা হলেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আ স ম আবদুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, মোস্তাফা মোহসীন মন্টু, মাহমুদুর রহমান মান্না, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, মোকাব্বির খান, এস এম আকরাম, আবদুল মালেক রতন।