ভাঙ্গা সংবাদদাতাঃ
ফরিদপুরের ভাঙ্গায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন কিনলেন আওয়ামীলীগের সভাপতি কাজী হেদায়েত উল্লা সাকলাইন। আজ বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মুক্তাদিরুল আহমেদ এর কার্যালয় থেকে তিনি মনোনয়ন পত্র ক্রয় করেন। এসময় মুঞ্জুরুল আলম, ভাঙ্গা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমানসহ কাজী সাকলাইন সমর্থক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভাঙ্গা উপজেলা সহকারী রিটার্নিং অফিস সূত্রে জানাগেছে, এই পর্যন্ত ভাঙ্গায় মোট ৪টি মনোনয়ন পত্র বিক্রয় করা হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বর কাজী জাফর উল্লার পক্ষে মনোনয়ন পত্র ক্রয় করেন ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা এবং স্বতন্ত্র প্রাথী হিসাবে মোঃ জাকির হোসেন ও এনামুল হক মনোনয়নপত্র ক্রয় করেছেন।
প্রসঙ্গত কারনে উল্লেখ্য, কাজী হেদায়েত উল্লা সাকলাইন ও ফাইজুর রহমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। কিন্তু দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে তাদের দুজনকে ফরিদপুর জেলা কমিটির এক আদেশ বলে গত বছর বহিস্কার ঘোষণা করেন।
কিন্তু এই বিষয়ে সাংবাদিকদের সাথে বিভিন্ন সময়ে তারা দাবী করে আসছেন, জেলা কমিটির কোন এখতিয়ার নেই উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিস্কার করার। তাদের বহিস্কার করার একমাত্র এখতিয়ার দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের।
এদিকে ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের বর্তমান কমিটি পরিচালনা হচ্ছে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়ে।
আওয়ামীলীগের সভাপতি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন! সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমার গণতান্ত্রিক অধিকার।