• বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩, ০১:৪০ অপরাহ্ন

ভোটের আগে মাঠে সেনা থাকবে : ইসি সচিব

Reporter Name / ১৬৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

প্রতিবেদক :

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ( ইসি)।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, সংসদ নির্বাচনের ২ থেকে ৩ দিন অথবা ৭ থেকে ১০ দিন আগে নির্বাচনী এলাকায় সেনাবাহিনী যাবে। ওই সময় নির্বাচনী একাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মোতায়েন করা হতে পারে।

বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংসদ নির্বাচনের জন্য নিয়োগপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ইসি সচিব এসব কথা বলেন।

প্রসঙ্গত, বিএনপিসহ তাদের জোট সংসদ নির্বাচনে বিচারিক ক্ষমতাসহ সেনা মোতায়েন করার দাবি জানিয়ে আসছে। অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ তার বিরোধিতা করে বলেছে বিচারিক ক্ষমতাসহ সেনা মোতায়েন করার কোনো সুযোগ নেই। স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা দায়িত্ব পালন করতে পারে।

ইসি সচিব বলেন, কোথায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হবে সেটা এখন থেকে ঠিক করে রাখতে হবে। যেখান থেকে ফলাফল ঘোষণা করা হবে এখন থেকে ঠিক করে রাখতে হবে। আর যেখান থেকে নির্বাচনী মালামাল সরবরাহ করা হবে সেখানে নিরাপত্তা এখন থেকেই জোরদার করতে হবে বলে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেন ইসি সচিব।

সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশ্যে ইসি সচিব বলেন, গতকাল পল্টনে শোডাউনকে কেন্দ্র করে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে । এটার যেন পুনরাবৃত্তি না হয় । আচরণবিধি ঠিকভাবে যেন পালন হয় সেদিকে আপনারা নজর রাখবেন।

বৃহস্পতিবার নির্বাচনী ব্রিফিংয়ে অংশ নেন চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের সহকারী রিটানিং কর্মকর্তারা।

সভাপতির বক্তব্যে ইসি সচিব বলেন, নির্বাচনী পোস্টার ব্যানার সরিয়ে ফেলাসহ মাঠের পরিবেশের দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের। দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইসি সচিব।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, এবার নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আন্তর্জাতিক অঙ্গনে মুখ দেখানো যাবে না।

সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, যদি কেউ নির্বাচনকে ভণ্ডুল করতে চায়, তবে আইনের মধ্য থেকে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ