প্রতিবেদক :
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আজহারুল ইসলাম চৌধুরী (৪৪) নামে এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেলে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে আনা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন খান বলেন, উত্তরা ৯ নম্বর সেক্টরের ৩/ডি রোডের ৩ নম্বর ভবনের ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।
আজহারুল ইসলাম চৌধুরী কক্সবাজারে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) হিসেবে কর্মত ছিলেন বলে পুলিশ জানায়।