ফরিদপুর সংবাদদাতা :
ফরিদপুরের সালথায় ৪টি পেট্রোলবোমা ও ৬টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টার দিকে সালথা উপজেলা শহরের হাকিম মোল্লার বাড়ির পশ্চিম পাশে মোড়ে একটি ব্যাগ থেকে এ বোমাগুলো উদ্ধার করা হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
সালথা থানা পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে একটি পুলিশের টহল টিম রামকান্তুপুর ইউনিয়নের খলিশাডুবি গ্রামে দিকে যাচ্ছিলো। পথিমধ্যে জনৈক হাকিম মোল্যার বাড়ির পশ্চিম পাশের মোড়ে পুলিশের গাড়ি দেখে কয়েক যুবক দৌড়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে একটি ব্যাগের মধ্যে ৪টি পেট্রোলবোমা ও ৬টি ককটেল উদ্ধার করা হয়।
পেট্রোলবোমা ও ককটেল উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা ২৫-৩০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।