ভাঙ্গা সংবাদদাতা :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ নিয়ে ফরিদপুরের ভাঙ্গায় আইন শৃংখলা সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং অফিসার ও ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মুক্তা দিরুল আহমেদ।
এসময় বক্তব্য রাখেন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ভাইস চেয়ারম্যান মাওলানা সোরয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আফছানা কাওসার, সরকারি কেএম কলেজের অধ্যক্ষ মুশায়েদ হোসেন ঢালী, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, ভাঙ্গার খবর পত্রিকার সম্পাদক মামুনুর রশিদ, ভাঙ্গার কণ্ঠের সম্পাদক মুজিবর মুন্সী, সাংবাদিক শাকিল আহমেদ, চেয়ারম্যান গিয়াস আহমেদসহ অন্যান্যরা। সভায় ভাঙ্গার সর্বশেষ আইন শৃংখলার চিত্র তুলে ধরেন ভাঙ্গা থানার সেকেন্ড অফিসার নজরুল ইসলাম।
এসময় ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মুকতা দিরুল আহমেদ সভায় উপস্থিত সকলের পাশাপাশি একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও একটি শান্তিপূর্ণ পরিবেশ যাতে বজায় থাকে এজন্য ভাঙ্গাবাসীর সহযোগিতা কামনা করেন।