ফরিদপুর সংবাদদাতা :
ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে আওয়ামী লীগে মনোনয়ন প্রত্যাশীদের তালিকার সংখ্যা ৪জন। বিপরীতে বিএনপিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭জন। বিএনপির দলীয় মনোনয়নপত্র যারা জমা দিয়েছেন তাদের মধ্যে বেশ আলোচনায় রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ। বিএনপির কেন্দ্রীয় থেকে সবুজ সংকেত পেয়েই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। অপরদিকে ক্লিন ইমেজে এগিয়ে চলছে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লা।
ফরিদপুর-৪ আসন মূলত আওয়ামীলীগের ঘাটি বলে খ্যাত হওয়ায় আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক এমপি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লা।
এছাড়া ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেদায়েত উল্লা সাকলাইন, সাধারন সম্পাদক ফাইজুর রহমান ও সদরপুর আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ মাষ্টার। তবে কাজী হেদায়েত উল্লা সাকলাইন স্বতন্ত্র মনোনয়নপত্রও ক্রয় করেছেন বলে ভাঙ্গা উপজেলা সহকারী রিটার্নিং অফিস সুত্রে জানা গেছে।
আওয়ামী লীগের মনোনয়নপত্র যারা জমা দিয়েছেন তাদের মধ্যে নেতাকর্মী নিয়ে একমাত্র নির্বাচনী মাঠের প্রচারনায় রয়েছেন কাজী জাফরউল্লা।
অন্যদিকে, বিএনপি থেকে মনোনয়নপত্র কিনেছেন সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, জেলা বিএনপির সভাপতি, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জহিরুল হক শাহাজাদা মিয়া, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাবেক এমপি আকতারুজ্জামান বাবুল, সাবেক ছাত্রনেতা জেড এম দেলোয়ার হোসেন, জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম রেজা, জাসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহরিয়ার ইসলাম শায়লা।
বিএনপির ৭ মনোনয়ন প্রত্যাশীর মধ্যে জহিরুল হক শাহাজাদা মিয়া, ইকবাল হোসেন সেলিম ও শায়লা প্রচার-প্রচারনায় মাঠে রয়েছেন। গত জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র হিসাবে আনারস মার্কা নিয়ে নির্বাচিত হন মজিবুর রহমান চৌধুরী নিক্সন।