ভাঙ্গা সংবাদদাতা:
সাংবাদিক গৌতমদাসের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। ফরিদপুরের ভাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক এটি এম ফরহাদ নান্নুসহ সকল সাংবাদিকবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, ২০০৫ সালের আজকের এই দিন পেশাগত দায়িত্ব পালনের কালে ফরিদপুরে একটি হোটেল কক্ষে সাংবাদিক গৌতম দাসকে নির্মমভাবে হত্যা করা হয়। গৌতম দাসকে নৃশংসভাবে হত্যার পর প্রতিবাদমুখর হয়ে ওঠে সারাদেশের সাংবাদিক সমাজসহ ফরিদপুরের সর্বস্তরের জনতা। পরবর্তিতে এ হত্যা মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
২০১৩ সালের ২৭ জুন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন গৌতম দাস হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে নয়জন আসামির সকলকেই যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করা হয়। তবে এ রায়ের পর সকল আসামি হাইকোর্টে আপিল করেছেন। বর্তমানে আসামিরা ফরিদপুর জেলা কারাগার ও ঢাকার কারাগারে সাজাভোগ করছেন।
গৌতম দাসের গ্রামের বাড়ি ভাঙ্গা পৌরসভার চণ্ডীদাসদী। সকালে সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠন তার বেদীতে পুস্পস্তক অর্পণ করে প্রয়াত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।