প্রতিবেদক :
ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার দুপুরে রাজধানীর কচুক্ষেত এলাকায় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাক্তন রাষ্ট্রপতির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতী।
এ সময় ফয়সল চিশতী সাংবাদিকদের বলেন, নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে হুসেইন মুহম্মদ এরশাদ প্রায় দেড় লাখ ভোটের ব্যাবধানে বিজয়ী হয়েছিলেন। নির্বাচিত হয়ে এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাসহ এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন তিনি। এই আসনে হুসেইন মুহম্মদ এরশাদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এলাকাবাসীর জোরাল অনুরোধে পার্টির চেয়ারম্যান এই আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময় জাতীয় পার্টি বনানী থানা সভাপতি মোস্তাফিজুর রহমান নাঈম, ভাসানটেক থানা সভাপতি মো. মনিরুজ্জামান, ক্যান্টনমেন্ট থানা সভাপতি ইব্রাহিম খান, গুলশান থানার সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, বনানী থানার সাধারণ সম্পাদক মো. মামুনুর রহমান, বনানী থানা সাংগঠনিক সম্পাদক মো. মারজান উপস্থিত ছিলেন।