ভাঙ্গা সংবাদদাতা:
ফরিদপুরের ভাঙ্গায় প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরিক্ষার প্রথম দিনে একটি উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে আজ। পরিক্ষা কেন্দ্রের ভিতরে আইন শৃঙ্খলা বাহীনি সদস্যদের বিশেষ নিরাপত্তার পরিক্ষা হল রুমে ছিল শিক্ষকদের বিশেষ নজরদারী।
এদিকে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী সমাপনী পরিক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন ভাঙ্গা উপজলার সহকারী কমিশনয়ার (ভূমি) আফছানা কাওসার ও উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম।
অপরদিকে পরিক্ষার হল থেক বেড়িয়ে আসার পর অনেক পরীক্ষার্থীরা জানিয়েছে প্রশ্নপত্রে তাদের কমন পড়ায় অতিসহজেই উত্তর পত্র লিখতে তারা সক্ষম হয়েছে। আগামী দিনে একইভাবে প্রশ্নপত্রে তাদের কমন পড়লে তারা ভাল ফলাফল অর্জন করতে পারবে বলে আশাবাদ।
প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম জানিয়েছেন, ভাঙ্গা উপজেলার মোট ২২টি পরিক্ষা কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রাথমিক শিক্ষায় ডিআর ভুক্ত মোট ৪ হাজার ৭২৯জন ছাত্র-ছাত্রী এবং ইবতেদায়ী ৪ শত ২২ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। প্রথম দিন ২৪৪জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।