স্পোর্টস ডেস্ক:
জয়ের আভাস আগের দিনই পাচ্ছিল ইংল্যান্ড। স্বাগতিক শ্রীলঙ্কার হাতে ছিল তিন উইকেট। আজ রোববার সকালে মাত্র ২০ মিনিটের মধ্যে বাকি সবকটি উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। তাই ক্যান্ডি টেস্টে জয় নিশ্চিত হয়ে যায় সফরকারী দলটির।
সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড ৫৭ রানে জিতেছে। তাই তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। দীর্ঘ ১৭ বছর পর শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিতেছে ইংল্যান্ড।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৯০ রান করে। জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৩৩৬ রান করলে ৪৬ রানের লিড পায়। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ৩৪৬ রান করে স্বাগতিকদের সামনে ৩০১ রানের লক্ষ্য দেয়।
কিন্তু এই লক্ষ্য তাড়া করেও জিততে পারেনি তারা। ম্যাচ জিততে শেষ দিন শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৭৫ রান, হাতে ছিল তিন উইকেট। কিন্তু নিচের সারির ব্যাটসম্যানরা পারেননি দলের হার এড়াতে। আগের দিনের ২২৬ রানের সঙ্গে এদিন মাত্র ১৭ রান যোগ করতে পেরেছে। ইংল্যান্ডের পক্ষে ৫ উইকেট নিয়েছেন স্পিনার জ্যাক লিচ।
এই ম্যাচে স্পিনারদের বেশ দাপট ছিল। পুরো ম্যাচে দুই দলের স্পিনাররাই ৩৮টি উইকেট নিয়েছেন।
সর্বশেষ ২০০১ সালে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিতেছিল ইংল্যান্ড। দীর্ঘ ১৭ বছর পর আরেকটি সিরিজ জিতেছে তারা।