সংবাদদাতা :
চট্টগ্রাম নগরীর বন্দর থানার বন্দর মার্কেট সংলগ্ন এলাকায় টমটমের ধাক্কায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার (পিইসি) এক পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত পরীক্ষার্থীর নাম সুমনা আকতার (১১)। সোমবার সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় এই পরীক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়। একই দুর্ঘটনায় পিংকি আকতার (১১) নামের অপর এক পরীক্ষার্থীও আহত হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, রিকশায় করে পরীক্ষা দিতে যাওয়ার সময় তাদের বহনকারী রিকশাকে একটি টমটম পিছন থেকে ধাক্কা দেয়। এতে পিংকি ও সুমনা গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমনাকে মৃত ঘোষণা করেন। আহত পিংকি আকতারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সুমনা বন্দর থানার ঘাসফুল প্রাথমিক বিদ্যালয় থেকে এবার পিইসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।