ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘ঘ’ ইউনেটর পুনঃভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
প্রশ্নফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৬ নভেম্বর ‘ঘ’ ইউনিটের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের পুনরায় পরীক্ষা নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশ অনুযায়ী, এ পরীক্ষায় মোট ১৬ হাজার ১৮১ জন পরীক্ষার্থী অংশ নিলেও উত্তীর্ণ হয়েছে নয় হাজার ৮৮৬ জন। পাসের হার ৬১ দশমিক ১ শতাংশ।
পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শাখায় উত্তীর্ণ হয়েছে ছয় হাজার ৮১৪ জন, ব্যবসায় শিক্ষা শাখায় এক হাজার ১৭২ জন এবং মানবিক শাখায় এক হাজার ৯০০ জন। পরীক্ষার্থীদের তিনটি পৃথক মেধা তালিকা প্রণয়ন করা হয়েছে।
ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে গিয়ে লগইন করে দেখা যাবে। এছাড়া যে কোনো অপারেটরের মোবাইল ফোন থেকে DU GHA <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি বার্তায় ফলাফল জানা যাবে।