• মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৬:১৬ পূর্বাহ্ন

রাজস্থানের মেহরানগড় প্রিয়াঙ্কা-নিকের ‘সঙ্গীত সেরিমনি’

Reporter Name / ১৫৯৯ Time View
Update : সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮

বিনোদন ডেস্ক :

কিছুদিন আগেই নিক জোনাসকে নিয়ে রাজস্থানের যোঝপুরের মেহরানগড় দুর্গে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে বোঝা যায়নি প্রিয়াঙ্কা নিককে নিয়ে কেন সেখানে গিয়েছিলেন? পরে জানা গেল আসল সত্য।

জানা গেছে, এই মেহরানগড় দুর্গেই প্রিয়াঙ্কার সঙ্গীত সেরিমনি ও মেহেন্দির অনুষ্ঠান হবে।

ইতিহাস বলছে, রাঠোর সেনাপতি রাও যোধার হাতে এই দুর্গটি তৈরি হয়। দুর্গে রয়েছে সোনার পালকি, রাজ সিংহাসন, ফুলমহল, মতিমহল, শিসমহল। সবই এখনও স্বযত্নে রক্ষিত আছে।

শোনা যাচ্ছে, এই মেহরানগড় দুর্গের কাছাকাছিই রয়েছে উমেদ ভবন প্রাসাদ, যেখানে প্রিয়াঙ্কার বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে। সূত্র: জি নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ