বিনোদন ডেস্ক :
ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রপরিচালক আমজাদ হোসেন।
গতকাল রবিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আমজাদ হোসেন। এরপর তাকে দ্রুত তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তার স্ট্রোকের বিষয়টি জানা যায়।
আমজাদ হোসেনের পুত্র সোহেল আরমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আপাতত তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চিকিৎসকরা জানিয়েছেন, আমজাদ হোসেনের বড় ধরনের স্ট্রোক হয়েছে। মাথার মধ্যে রক্তনালী সংকুচিত হয়ে গেছে। হাসপাতালে ভর্তির পরপরই পরপরই সিটিস্ক্যান করে সমস্যাটি নির্ণয় করা হয়েছে।
প্রায় ছয় মাস আগেও থাইল্যান্ডের একটি হাসপাতালে সুকুমভিত হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়েছিল। এছাড়া আগে থেকেই ওনার বার্ধক্যজনিত কিছু জটিলতা ছিল। হার্টেও সমস্যা রয়েছে। সমস্যা আছে কিডিনিতেও।
১৯৪২ সালের ১৪ অগাস্ট জামালপুরে জন্ম নেন আমজাদ হোসেন। পরিচালনার বাইরে লেখক, অভিনেতা হিসেবেও তিনি পরিচিত।