• সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৯:২২ পূর্বাহ্ন

র‍্যাবের অভিযান: নব্য জেএমবি আটক

Reporter Name / ৬৮২ Time View
Update : বুধবার, ২১ নভেম্বর, ২০১৮

সংবাদদাতা :

জঙ্গিবাদের জড়িত সন্দেহে ঝিনাইদহ সদর উপজেলা থেকে হাফেজ আক্তারুজ্জামান সাগর গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ সকাল ৯টার দিকে উপজেলার কালুহাটি গ্রামের ঘোপপাড়া থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের এলিট ফোর্সের দাবি, গ্রেপ্তার হাফেজ আক্তারুজ্জামান সাগর (২৫) নব্য জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) একজন সদস্য।

র‌্যাব-৬ খুলনার সিও উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব দাবি করেন, সাগরকে গত দুই বছর ধরে নজরে রাখা হয়েছিল। তাঁর কাছ থেকে জেএমবির কয়েকজনের নাম জানা গেছে। তাদের ধরার জন্য অভিযান শুরু হবে।

তিনি জানান, আজ ভোর ৬টার দিকে কালুহাটি গ্রামের ঘোপপাড়া ঘেরাও করে রাখে র‌্যাব সদস্যরা। এ সময় সাধারণ মানুষদের ওই এলাকায় প্রবেশের ওপর কড়াকড়ি আরোপ করা হয়। পরে তিন ঘণ্টার অভিযান শেষে সরাফত মণ্ডলের বাড়ি থেকে তাঁর ছেলে সাগরকে গ্রেপ্তার করা হয়। এ সময় সেখান থেকে জেহাদি বই উদ্ধার করা হয় যোগ করেন র‍্যাব কর্মকর্তা।

অপরদিকে সাগরের বাবা সরাফত মণ্ডল দাবি করেছেন, তাঁর ছেলে একজন মানসিক প্রতিবন্ধী। কিছুদিন আগে তাঁকে পাবনার মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে আনা হয়েছে। ১৪ দিন আগে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মামুন জোয়াদারের মেয়ে কলেজপড়ুয়া শারমীনকে বিয়ে করেন সাগর।

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জানুয়ারি কালহাটি গ্রামের হোমিও ডাক্তার ধর্মান্তরিত খ্রিষ্ট্ন খাজা সমির উদ্দিনকে দিন-দুপুরে বেলেখাল বাজারে তার চেম্বারে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। ঝিনাইদহে ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ৫টি জঙ্গি আস্তানায় পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়েছে। অভিযানকালে ২ জঙ্গি নিহত হয়। সে সময় উদ্ধার হয় অস্ত্র, গুলি, বিস্ফোরক ও বোমা তৈরির সারঞ্জাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ