• শুক্রবার, ১৭ মার্চ ২০২৩, ০৯:০৫ পূর্বাহ্ন

সুন্দরবনে নদীতে পড়ে বনরক্ষী নিখোঁজ

Reporter Name / ৬৫৬ Time View
Update : বুধবার, ২১ নভেম্বর, ২০১৮

বাগেরহাট সংবাদদাতা :

বাগেরহাটের পূর্ব সুন্দরবনে টহলরত অবস্থায় বনরক্ষী সোহেল রানা তালুকদার (৩৭) বলেশ্বর নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টা দিকে শরণখোলা রেঞ্জের বগী স্টেশন সংলগ্ন বলেশ্বর নদীতে টহলকালে ট্রলার থেকে পড়ে যায় সোহল রানা। সহকর্মীরা রাতে থেকে ভোর পর্যন্ত ওই এলাকায় তল্লাশি চালিয়ে তার সন্ধান পায়নি। সোহেল রানা বনবিভাগের বগী স্টেশনে কর্মরত।

বুধবার সকাল ১০টার দিকে খুলনা ও বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নিয়েছে। নিখোঁজ সোহেল রানা তালুকদার কক্সবাজারের উখিয়া উপজেলার মুহুরীপাড়া গ্রামের এম এ হামিদ তালুকদারের ছেলে। তিনি ২০০৬ সালের ২৪ সেপ্টেম্বর চাকরি যোগ দেন।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, দুবলার চরে রাশমেলা উপলক্ষে বাড়তি নিরাপত্তার জন্য রাতে বাগেরহাটের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন সংলগ্ন বলেশ্বর নদীতে টহলকালে মাছধরা ট্রলারকে চ্যালেঞ্জ করে টহল দলটি। এ সময় ট্রলার থেকে পা পিছলে নদীতে পড়ে যান সোহেল রানা। পরে সহকর্মীরা তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ