• রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে সাংবাদিক-পর্যবেক্ষকদের কাজে বাধা দিলে ২-৭ বছরের জেল সৌদিতে দুর্ঘটনায় ১২ বাংলাদেশির মৃত্যুতে প্রবাসী কল্যাণমন্ত্রীর শোক মামলার থাকায় প্রথম আলোর সাংবাদিক গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী নূরে আলম সিদ্দিকী আর নেই উপজেলা চেয়ারম্যানদের ওপর একচ্ছত্র কর্তৃত্ব থাকলো না ইউএনওদের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পদ্মা রেল লিংকের শ্রমিক নিহত ভাঙ্গায় নারীর ক্ষমতায়নে উই প্রকল্পের র‍্যালী ও আলোচনা সভা ভাঙ্গায় মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে র‍্যালী ও আলোচনা সভা ভাঙ্গায় মাঝারদিয়া প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ভাঙ্গায় চতুর্থ পর্যায়ে ঘর পেল ২৬৪টি ভূমিহীন পরিবার

জনগণ ভোট বিপ্লবের জন্য প্রস্তুত : মির্জা ফখরুল

Reporter Name / ৭৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮

প্রতিবেদক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নির্বাচন কমিশনকে (ইসি) একটি আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করেছে। তিনি আরো বলেন, ভোট বিপ্লব হবে। জনগণ সেই ভোট বিপ্লবের জন্য প্রস্তুত রয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইভিএমকে না বলুন, আপনার ভোটকে সুরক্ষিত করুন শীর্ষক সেমিনারের আয়োজন করে জাতীয় ঐক্যফ্রন্ট।

মির্জা ফখরুল বলেন, এখন ইসি নিজে থেকেই আজ্ঞাবহ হয়ে আছে। এই জন্যই আজকে জনগণের কোনো কথাই তাদের কানে যাচ্ছে না।

ঐক্যফন্টের মুখপাত্র বলেন, নির্বাচনে আমরা যাব। জাতি নির্বাচনে যাবে। নির্বাচনকে জনগণের রায়ে পরিণত করতে, সেই লড়াই ও যুদ্ধে জনগণ লড়াই করবে। সেখানে কোনো কিছু করেই আটকে রাখতে পারবে না। ভোট বিপ্লব হবে। জনগণ সেই ভোট বিপ্লবের জন্য প্রস্তুত রয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, আমরা যখন নির্বাচনে যাচ্ছি, তখনো আমাদের অসংখ্য নেতা কারাগারে রয়েছে। আমাদের প্রার্থী হওয়ার উপযুক্ত যারা, তারা কারাগারে রয়েছেন। গ্রেপ্তার করা হচ্ছে। এমনকি আমাদের নির্বাচনী মনোনয়ন প্রক্রিয়ার আসার পথে পথে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, আবারও বর্তমান সরকার ক্ষমতায় ফিরে আসবার জন্য জোর করে সব অপকৌশলকে ব্যবহার করছে। জনগণের ওপরে যখন কোন আস্থা থাকে না তখনই এসব কৌশল নেওয়া হয়।

সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন কমিশনের স্বচ্ছতা আজকে প্রশ্নবিদ্ধ। সুতরাং তাদের ওপরে বিশ্বাস ও আস্থা রাখার কোনো কারণ নেই।

মির্জা ফখরুলের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির ড. আবদুল মঈন খান, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ