• মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০২:৫১ অপরাহ্ন

বাংলাদেশিদের অন-অ্যারাইভাল ভিসা দিচ্ছে চীন

Reporter Name / ৮৯১ Time View
Update : শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮

ডেস্ক প্রতিবেদক :

বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের সুবিধার্থে পোর্ট-ভিসাব্যবস্থা তথা অ্যারাইভাল ভিসা দেওয়ার ব্যবস্থা চালু করেছে চীন সরকার।

চীনের বাংলাদেশ দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর চেন ওয়েই আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, মানবিক কারণে, আমন্ত্রণক্রমে জরুরি বাণিজ্যিক কাজে, মেরামত প্রকল্প বা অন্য জরুরি কাজে চীনে যাওয়ার জন্য এ পোর্ট-ভিসাব্যবস্থা চালু করা হয়েছে। তবে এ ক্ষেত্রে চীনা পর্যটন এজেন্সির মাধ্যমে ভ্রমণ করতে হবে।

চেন ওয়েই বলেন, ‌এ ব্যবস্থায়, বিদেশিরা শর্তসাপেক্ষে চীনের বিমানবন্দরে পৌঁছে ‘পোর্ট ভিসা’র জন্য আবেদন করতে পারবেন। এই ভিসার মেয়াদ হবে সর্বোচ্চ ৩০ দিন। বাংলাদেশিরাও প্রয়োজনীয় শর্ত পূরণ করে এবং সংশ্লিষ্ট কাগজপত্র দাখিল করে, চীনের বিমানবন্দর থেকে এই ভিসার জন্য আবেদন করতে পারবেন।’ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ