ডেস্ক প্রতিবেদক : :
বীর মুক্তি যোদ্ধা, গণসংগীত শিল্পী, উদীচী শিল্পী গোষ্ঠীর ফরিদপুর জেলার ভাঙ্গা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, কমনিষ্ট নেতা, কমরেড সিরাজুল ইসলাম এর প্রথম মৃত্যু বার্ষিকী আজ। আজ বিকেলে বালিয়াচরা মরহুমের পারিবারিক কবরস্থানে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির ভাঙ্গা উপজেলা শাখার নেত্রীবৃন্দ। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কমিউনিষ্ট নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান সুধীন সরকার মঙ্গল, কালামৃধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বতর্মান পার্টির সভাপতি কমিউনিষ্ট পার্টির সভাপতি, ফরিদপুর ৪ আসনের (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) সংসদ সদস্য প্রাথী, কালামৃধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমরেড আতাউর রহমান কালু, কমরেড লিয়াকত মোল্লা, সাধারন সম্পাদক আবুল কালাম, সাবেক ভাঙ্গা উপজেলা সাধারন সম্পাদক ও উদীচী সভপতি, কমরেড লিয়াকত মোল্লা, কৃষক নেতা কমরেড সুভাষ চন্দ্র মন্ডল, কমরেড প্রভাস কুমার মালোসহ স্থানীয় পার্টির নেত্রীবৃন্দ।