গাজীপুর সংবাদদাতা :
এলাকাবাসীর গণপিটুনিতে রাসেল ওরফে গিট্টু রাসেল (২৬) নামের এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে গাজীপুরের টঙ্গীর মধ্য আরিচপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাসেল নোয়াখালীর চাটখিল থানার ভীমপুর এলাকার মৃত কবির হোসেনের ছেলে। তিনি মধ্য আরিচপুর এলাকায় ভাড়া থাকতেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার এসআই হুমায়ুন কবির ও স্থানীয়রা জানান, গিট্টু রাসেল আরিচপুর এলাকায় চিহ্নিত ছিনতাইকারী ও সন্ত্রাসী। শুক্রবার রাত ৯টার দিকে মধ্যআরিচপুর নেককারবাড়ি এলাকায় ছিনতাই করার সময় স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন সাংবাদিকদের জানান, নিহত রাসেলের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।