সংবাদদাতা :
সাভারের আশুলিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছে। তিন বছর বয়সী ছেলেকে নিয়ে বাবা-মা মোটরসাইকেলে করে মানিকগঞ্জ থেকে আসছিলেন। এ সময়ে ট্রাকচাপায় মা-ছেলে নিহত হলেও আহত হয়েছেন বাবা। নিহতরা হলেন, মা ঝুমা আকতার (২৫) ছেলে আবদুল্লাহ (০৩)।
আজ শনিবার দুপুর পৌনে ১টার দিকে আশুলিয়ার নয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি মানিকগঞ্জ জেলায়।
আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে জানান, একই পরিবারের ওই তিনজন মোটরসাইকেলে চেপে মানিকগঞ্জ থেকে সাভার যাচ্ছিল। পথে নয়ারহাট এলাকায় একটি বেপরোয়াগতির ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়।
দুর্ঘটনার পর আহত বাবাকে উদ্ধার করে উপজেলা গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। মা ও ছেলের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়।