ফরিদপুর সংবাদদাতা:
ফরিদপুর-১ আসনে আওয়ামীলীগ থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত থাকা প্রার্থীর মনোনয়ন চান এলাকাবাসী। গত কয়েকদিন ধরে ফেসবুকে এই চাওয়া খুব বেশিই স্পষ্ট হয়ে উঠেছে।
মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার সমন্বয়ে গঠিত ফরিদপুর-১ আসন। এই আসনটি নানা কারণেই গুরুত্বপূর্ণ। এ তিন উপজেলার আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থকরা মনে করেন দীর্ঘদিন ধরে যারা দলের কর্মীদের সাথে সম্পৃক্ত তাদেরই মনোনয়ন পাওয়া উচিত।
গত কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক মাধ্যমে অরাজনৈতিক ব্যাক্তিকে মনোনয়ন দেওয়া হচ্ছে মর্মে অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় বিষয়টি ব্যাপক আলোচিত হচ্ছে।
মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু বলেন, দীর্ঘদিন ধরে যারা স্থানীয় আওয়ামীলীগকে সুসংগঠিত রাখতে ভূমিকা রেখেছেন এমন রাজনৈতিক নেতাকেই চান স্থানীয় নেতাকর্মীরা। অন্যথায় সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হবে দল।
মধুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান বাচ্চু বলেন, অরাজনৈতিক ব্যাক্তিকে মনোনয়ন দেওয়া হলে যারা দীর্ঘদিন ধরে দলের দু:সময়ে হাল ধরে রেখেছিল তাদের চরমভাবে অবমূল্যায়ন করা হবে। এতে আগামীতে কেউ দলের দু:সময়ে পাশে পাওয়া যাবে না।
বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা পিকুল বলেন, যাদেরকে এলাকার মানুষ চেনেন না বা যাদের সম্পর্কে মানুষের কোন ধারণা নেই এমন ব্যাক্তিকে মনোনয়ন দেওয়া হলে বিজয় নিশ্চিত করা কঠিন হয়ে দাঁড়াবে।
মধুখালীর জাহাপুর ইউনিয়ন নেতৃবৃন্দ মনে করেন, উন্নয়ন যে ধারাবাহিকতায় রয়েছে নতুন কেউ এলে সেই ধারাবাহিকতার ব্যত্যয় ঘটবে। সাধারণ মানুষকে বোঝাতে বেগ পেতে হবে। ভোট পক্ষে আনা কষ্টসাধ্য হয়ে যাবে।
বোয়ালমারী এলাকার আওয়ামীলীগের সমর্থক, মো. রবিউল শেখ, রশিদ মোল্লা, হবিবার মন্ডল বলেন, ব্যাক্তির ইমেজের উপর ভোট নির্ভর করে, যাকে কেউ চেনেন না তাকে কেন ভোট দেবে মানুষ?
উল্লেখ্য, ফরিদপুর-১ আসনে কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান এমপি, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, কৃষকলীগের সহসভাপতি কাজী সিরাজুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সহ সম্পাদক ও তিতাস গ্যাস লিমিটেডের ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর খান মঈনুল ইসলাম মোস্তাক, কৃষকলীগের সহসভাপতি, সাংবাদিক আরিফুর রহমান দোলন, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ও সাবেক সচিব মো. মঞ্জুর হোসেনসহ ২২জন মনোনয়ন ফরম নিয়েছেন।