ডেস্ক প্রতিবেদক :
ভারতের দিল্লিতে বন্দুকযুদ্ধের পর বাংলাদেশি ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার দিল্লি পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভি অনলাইন জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত ১২টা মিনিট থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) রাজিভ রঞ্জন জানিয়েছেন, দিল্লির দক্ষিণ-পূর্বের তৈমুর নগরে ডাকাতির জন্য একটি বাড়ি খুঁজছিল বাংলাদেশি ডাকাত দলের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে অপরাধ বিভাগের পুলিশ সদস্যরা আগে থেকে সেখানে অবস্থান নিয়ে ডাকাত দলের সদস্যদের আত্মসমর্পণের আহ্বান জানায়। তবে তারা আত্মসমর্পণে অস্বীকৃতি জানিয়ে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
রাজিভ রঞ্জন আরো জানান, ডাকাত দলের দুই সদস্যের পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাতদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি পিস্তল, গুলি ও ডাকাতি করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, এই ডাকাত দলটি বেঙ্গালুরু, দিল্লি ও কোটা এলাকায় ডাকাতি করতো।