• মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১২:৪০ পূর্বাহ্ন

নৌকা প্রতীকে মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে আওয়ামী লীগ

Reporter Name / ৬৬২ Time View
Update : রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮

ডেস্ক প্রতিবেদক : :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীদের চিঠি দেয়া শুরু করেছে আওয়ামী লীগ।

আজ রোববার সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেওয়া শুরু হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ দলীয় মনোনীত প্রার্থীদের হাতে এই চিঠি তুলে দিচ্ছেন। এ সময়ে তিনি বলেন, ‘যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেওয়া হচ্ছে।’

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬ আসনে মনোনীত করে চিঠি দেয়া হয়েছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মনোনীত করা হয়েছে নোয়াখালী-৫ আসনে।

এদিকে, মনোনীতদের চিঠি দেয়া উপলক্ষে সকাল থেকেই বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় জড়ো হয়েছেন মনোনয়ন প্রত্যাশীদের অনুসারী নেতাকর্মীরা। গোটা এলাকায় উৎসবমুখর আমেজ তৈরি হয়েছে। মনোনীতরা কার্যালয় থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাকে নিয়ে উল্লাস প্রকাশ করতে থাকেন তারা। এসময় তারা নৌকার পক্ষে স্লোগান মুখরিত করে তোলে চারপাশ। বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

আরও সংবাদ