ভাঙ্গা সংবাদদাতা ::
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেলেন দুই নেতা। এরা হলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম ও কেন্দ্রীয় জাসাস নেত্রী শাহরিয়া ইসলাম শায়লা।
মঙ্গলবার সকালে দলীয় প্রার্থীদের দ্বিতীয় ধাপে নাম ঘোষণাকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসের রাজনৈতিক কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সেলিম ও শায়লার হাতে ফরিদপুর-৪ আসনের প্রার্থিতার চিঠিটি তুলে দেন।
খন্দকার সেলিম বলেন, আমরা প্রত্যাশা করছি, দেশের জনগণ ধানের শীষে ভোট দিতে অধীর আগ্রহে বসে আছেন। ইনশাল্লাহ, আমরা জয় যুক্ত হব, বাংলাদেশ সুশাসন ফিরে পাবে এবং বিএনপি চেয়ারপারসন খুব অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে ফিরে আসবেন।
শাহরিয়া ইসলাম শায়লা মোবাইল ফোনে জানান, আমি ফরিদপুর-৪ আসনের বিএনপির ১ নম্বর প্রার্থী। মাঠে আমরা দুজন প্রার্থী কাজ করবো। যদি নির্বাচনী মনোনয়ন পত্রের ক্ষেত্রে দুজনের মধ্যে একজনের কাগজ পত্রে ত্রুটি পাওয়া যায় তাহলে দুজনের একজনের প্রার্থীতা বজায় থাকবে বলে জানান তিনি।
এদিকে খন্দকার ইকবাল হোসেন সেলিমের বিএনপির মনোনয়নপ্রাপ্তিতে তার নির্বাচনী এলাকা,ভাঙ্গা সদরপুর ও চরভদ্রাসন উপজেলার দলীয় এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মঙ্গলবার সকাল থেকেই বেশ উচ্ছ্বাস ও মিষ্টি বিতরণ করা হয়।